কাশ্মীর সীমান্তে ড্রোন হামলার পর থেকেই দেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গতকালই স্বরাষ্ট্রমন্ত্রীর দু'দিনের লাদাখ সফরের পর মঙ্গলবার জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী।
ইতিমধ্যে কাশ্মীর উপত্যকায় ড্রোন হামলার তদন্তভার দেওয়া হয়েছে এনআইএ কে। তবে প্রাথমিক ভাবে এই হামলার সঙ্গে লস্কর-ই-তইবার যোগ আছে বলে মনে করা হচ্ছে।