করোনা আক্রান্ত অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর । টুইট করে আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী । আপাতত বাড়িতেই কোয়ারানটিনে রয়েছেন তিনি ।
রবিবার একটি টুইট করেন ঊর্মিলা । সেখানে তিনি জানিয়েছেন, তিনি সুস্থই আছেন । সেইসঙ্গে প্রত্যেককে নিজের খেয়ার রাখার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী । লেখেন, "আমার কোভিডের রিপোর্ট পজিটিভ এসেছে । আমি ভালো আছি । বাড়িতেই আইসোলেশনে রয়েছি । গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা সুরক্ষার জন্য কোভিড পরীক্ষা করিয়ে নিন । প্রত্যেকে নিজের খেয়াল রাখুন । সাবধানে দীপাবলি পালন করুন ।"
Jissu-Nilanjana : ১৭তম বিবাহবার্ষিকীতে যিশুকে কী বললেন নীলাঞ্জনা ?
সম্প্রতি অভিনেত্রী শাবানা আজমির বাড়ির গেট টুগেদরে দেখা গিয়েছিল ঊর্মিলাকে । সেখানে হাজির ছিলেন সিনেমা ও থিয়েটার জগতের কলাকুশলীরা ।