লাদাখে লাল সিং চাড্ডার শ্যুটিংয়ের ফাঁকে অন্যমুডে আমির-পুত্র। বাবার সঙ্গে টেবিল টেনিসে মেতে উঠল আমির ও কিরণের ছেলে আজাদও।
শ্যুটিংয়ের ফাঁকে মুড বদলাতেই একটি মজার পরিবেশ তৈরির চেষ্টা করেছিল লাল সিং চাড্ডার টিম। তাঁরা একটি টেবিল টেনিস টুর্নামেন্টের আয়োজন করেছিল।লাল সিং চাড্ডা টিমের সব কলাকুশলীরাই এদিন টেবিল টেনিস খেলায় মেতে উঠেছিলেন। সেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়।
আমির ও কিরণকেও একসঙ্গে খেলতে দেখা গেল টেবিল টেনিস। দুজনকে দেখে একবারও মনে হয়নি যে তাঁরা তাঁদের বিবাহিত জীবনে আলাদা হয়ে গিয়েছেন।এই মুহূর্তে লাল সিং চাড্ডার শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন আমির খান।
লাদাখে এই ছবির শ্যুটিং চলছে। ছবির সব কলা কুশলীদের সঙ্গে লাদাখেই বেশ কিছুদিন ধরে রয়েছেন আমির।