দুর্গাপ্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় ফের ভয়াবহ দুর্ঘটনা! অংশগ্রহণকারীদের পিষে দিল গাড়ি।
ছত্তিশগড়ের ঘটনার পুনরাবৃত্তি হল ভোপালে। দুর্গাপুজোর বিসর্জনের শোভাযাত্রার উপর চলল গাড়ি। মধ্যপ্রদেশের ভোপালে দুর্গা বিসর্জনের শোভাযাত্রার উপর গাড়ি চালানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে ভোপাল রেলওয়ে স্টেশনের কাছে বাজরিয়া তিরাহের কাছে।
শনিবার ও রবিবার রাতে ভোপালের রেল স্টেশনের কাছে বাজরিয়া তিরহেতে দুর্গা প্রতিমা বিসর্জন হওয়ার কথা ছিল। দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য প্রচুর ভিড় জমেছিল। যখন অনুষ্ঠান চলছিল, হঠাৎ একটি গাড়ি ভিড়ের মাঝখানে ঢুকে যায়। কিন্তু শোভাযাত্রার মধ্যে ঢুকে গাড়ির চালক গাড়িটি উল্টো দিকে চালাতে শুরু করেন। এই সময় একটি শিশু গাড়ির চাকার নিচে চলে আসে। দুর্ঘটনায় আহত হয় শিশুটি। আরো চারজনও আহত হয়েছেন
আশেপাশের লোকজন তাড়াঘড়ি আহত শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। যেখানে তাকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। বাকিরা চিকিৎসাধীন।
Lakkhi Pujo: লক্ষ্মী পুজোয় কি বৃষ্টি হতে পারে? কী বলছে হাওয়া অফিস?
ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওতে গাড়িটিতে উল্টো দিকে চালাতে দেখা যাচ্ছে। গাড়িতে দুই থেকে তিনজন আরোহী রয়েছেন সেটিও ভিডিওতে দেখা যাচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে ভোপাল পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।