ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের আরও এক কুকীর্তি ফাঁস। ব্যক্তিগত দেহরক্ষী নিয়োগেও দুর্নীতির আশ্রয় নিয়েছিল দেবাঞ্জন। সূত্রে খবর, দেবাঞ্জন ডিসেম্বর মাসে একটি সিকিওরিটি এজেন্সি থেকে দেহরক্ষী নেয়। সে সময় দেবাঞ্জন ভুয়ো সরকারি নথি দেখিয়ে দাবি করেছিল, রাজ্য সরকার তাকে দেহরক্ষী নিতে বলেছে। দেবাঞ্জনের কসবার অফিসেও আসেন সিকিওরিটি এজেন্সির আধিকারিকরা। তবে দেহরক্ষীকে রেখে দিলেও ২ মাস পর সিকিওরিটি এজেন্সির সঙ্গে চুক্তি বাতিল করে দেন দেবাঞ্জন।
এদিকে, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে গত বছর সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণার মৌখিক অভিযোগ করা হয়।