রবিবার দেশের কোভিড গ্রাফ নিম্নমুখী । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে (India) নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affected) হলেন ৭,০৮১ জন । মৃত্যু হয়েছে ২৬৪ জনের । দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৮৩ হাজার ৯১৩ ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭, ৪৬৯ জন । এখনও পর্যন্ত কোভিড থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৪১ লক্ষ ৭৮ হাজার ৯৪০ জন।
দেশে এখনও পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৭ লক্ষ ৪০ হাজার ২৭৫ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ ৭৭ হাজার ৪২২ । এখনও পর্যন্ত মোট ভ্যাকসিন নিয়েছেন ১৩৭ কোটি ৪৬ লক্ষ ১৩ হাজার ২৫২ জন ।
আরও পড়ুন, Corona 3rd wave: বাড়বে ওমিক্রনের সংক্রমণ, নতুন বছরের শুরুতেই দেশে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ
এদিকে, উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাসের (Coronavirus) নতুন প্রজাতি ওমিক্রন (Omicron)। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে । ন্যাশনাল কোভিড-১৯ সুপারমডেল কমিটি জানিয়েছে, আগামী বছরের শুরুতেই, মূলত ফেব্রুয়ারি মাসে দেশে করোনার নয়া প্রজাতি ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়বে । এর জেরে দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে । তবে তা দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না ।