PUBG খেলতে গিয়ে ট্রেনে ধাক্কা লেগে মৃত্যু দুই কিশোরের। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায়।
মৃত দুই কিশোরের নাম কপিল ও রাহুল। ১৮ ও ১৬ বছরের দুই কিশোর ক্লাস টেনের ছাত্র। পুলিশ সূত্রে খবর, রবিবার মর্নিং ওয়াকে যায় তারা। সেখানেই PUBG খেলতে শুরু করে। গেমে মশগুল হয়ে, লাইনে ট্রেন আসছে, লক্ষ্য করেনি দুই কিশোর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
মথুরা ক্যান্টনমেন্ট ও রায়া স্টেশনের মাঝামাঝি একটি জায়গায় তাদের মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে তাদের ফোনও পাওয়া গেছে। একটি ফোনে তখনও গেম চলছিল বলে জানিয়েছে পুলিশ।