সন্দীপ ঘোষের বাড়িতে শুক্রবার সকাল থেকে তল্লাশিতে ED-র অফিসাররা। এছাড়াও আরও দুজনের বাড়িতে চলছে তল্লাশি। RG কাণ্ডে আর্থিক দুর্নীতির তদন্তে চলছে তল্লাশি। অন্যদিকে এদিনও চলছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। নতুন কোনও পদক্ষেপ নেওয়া হতে পারে। পাশাপাশি আজ সকাল থেকে আকাশ পরিষ্কার। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। নজর থাকবে রাজ্য, দেশ-বিদেশে ঘটে যাওয়া সব খবরে। চোখ রাখুন এডিটরজি বাংলার লাইভ ব্লগে...
সুপ্রিম কোর্টে গৃহীত হল না RG কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের করা দুর্নীতি সংক্রান্ত মামলা। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, সন্দীপ ঘোষ দুর্নীতি নিয়ে যে মামলা করেছিলেন সেই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা চলছে কলকাতা হাইকোর্টে। সেই কারণে ওই মামলা হস্তক্ষেপের কোনও প্রয়োজন মনে করছে না দেশের শীর্ষ আদালত।
ক্যানিংয়ে সন্দীপ ঘোষের বিরাট বাংলোর হদিশ। মাঝে মধ্যেই সেখানে যেতেন সন্দীপ ঘোষ এবং তাঁর পরিবারের সদস্যরা।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে চাক্কা জ্যাম কর্মসূচি নিয়েছে BJP। কলকাতার সল্টলেক, লেকটাউন মোড়ে অবরোধ করেন BJP কর্মীরা। অন্যদিকে দাশপুর, ঘাটাল, বীরভূমেও কর্মসূচি পালন করা হয়।
ফের মেট্রোর কাজে বিপত্তি। বউবাজারে মেট্রোর লাইনে জল ঢুকে যায় বৃহস্পিতবার সকালে। ঘটনাটি ঘটেছে দুর্গাপিতুরি লেনে। ক্রসপ্যাসেজ বানানোর সময়ই এই বিপত্তি বাধে।
জানা গিয়েছে, বউবাজারের দুর্গাপিতুরি লেনে বৃহস্পতিবার সকাল থেকে ক্রস প্যাসেজ তৈরির কাজ চলছিল। সেইসময় টানেলের ভিতর জল ঢুকতে দেখেন নির্মাণকর্মীরা। দ্রুত সেখান থেকে সরে আসেন কর্মীরা। খবর দেওয়া হয় মেট্রোর নির্মাণ সংস্থার পদস্থ আধিকারিকদের।
সিবিআইয়ের পর ইডি। আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ! শুক্রবার সন্দীপের বাড়ি ঘিরে ফেললেন জওয়ানরা। ভোর ৬ টা ২৫ থেকে দরজার বাইরে ইডি-কর্তারা। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সন্দীপের বাড়ির দরজা কেউ খুলছেনই না।