মহারাষ্ট্রের (MAHARASTA) বীড় জেলার গ্রামে প্রায় ২৫০ কুকুরছানাকে (PUPPY) উঁচু থেকে ছুড়ে মেরে ফেলার অভিযোগ উঠেছিল দুই বাঁদরের (MONKEY) বিরুদ্ধে। গ্রামবাসীদের দাবি ছিল, কুকুরদলের হাতে সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতেই এ রকম কাণ্ড ঘটাচ্ছে বাঁদরেরা। সেই ঘটনায় অবশেষে দু’টি বাঁদরকে ধরতে সক্ষম হয়েছে বনদফতর।
বাঁদরদের আটক নিয়ে বন দফতরের অফিসার সচিন কাঁদ বলেছেন, ‘‘বীড় জেলায় কুকুরছানাদের হত্যার ঘটনায় জড়িত দুই বাঁদরকে ধরা হয়েছে। নাগপুরের বন দফতরের দল ধরেছে তাদের।’’ ধৃত দুই বাঁদরকে নাগপুরের কাছে একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মজলগাঁও থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে রয়েছে লাভুল গ্রাম। হাজার পাঁচেক মানুষের বাস ওই গ্রামে। গ্রামবাসীদের দাবি, বর্তমানে ওই গ্রামে আর কোনও কুকুরছানাই বেঁচে নেই। অভিযোগ, গত মাসে অন্তত ২৫০ কুকুকছানাকে মেরে ফেলেছে ‘ক্ষিপ্ত’ বাঁদরের দল। গ্রামবাসীরা জানাচ্ছেন, বাঁদরদের প্রতিশোধের জেরেই এই অবস্থা। তাঁরা জানিয়েছেন, একটি বাঁদরছানাকে এক দল কুকুর মেরে ফেলার পর থেকেই এই ঘটনার সূত্রপাত।