মন খারাপ করিনার।
সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান (KAREENA KAPOOR KHAN)। আপাতত নিভৃতবাসে। তাই দুই ছেলে তৈমুর আলি খান (TAIMUR ALI KHAN) এবং জাহাঙ্গির আলি (JHANGIR ALI KHAN) জন্য মন খারাপ মা করিনার।
ইনস্টাগ্রামে তিনি লিখলেন, ‘কোভিড, আমি তোমাকে ঘৃণা করি! আমার সন্তানদের জন্য আমার মন খারাপ করছে। কিন্তু খুব জলদি...’ এর পরে চিহ্ন জুড়ে দিয়ে তিনি বুঝিয়েছেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তিনি।
অভিযোগ, কোভিড বিধি লঙ্ঘন করেই নানা সময় পার্টি করছিলেন করিনা। তাঁর সঙ্গে ছিলেন করিনার ম্যানেজার পুনম দামানিয়া এবং অভিনেত্রী নীনা গুপ্তর কন্যা পোশাক শিল্পী মাসাবা গুপ্তও। করিনা এবং অমৃতার সংস্পর্শে আসা প্রত্যেককেরই কোভিড পরীক্ষা করার নির্দেশ দিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)।