মঙ্গলবারই ‘দুয়ারে রেশন’ (duare ration) প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(mamata banerjee)। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতি ৫০০ মিটার অন্তর রেশনের গাড়ি দাঁড়াবে রেশনের গাড়ি। সেখান থেকেই রেশন সামগ্রী তুলে দেওয়া হবে মানুষের হাতে। বাংলায় ১০ কোটিরও বেশি মানুষ সরাসরি এই প্রকল্পের সুফল পাবেন বলে নবান্ন সূত্রে দাবি করা হয়েছে। কবে, কখন তাঁদের পাড়ায় আসবে রেশনের গাড়ি, রাজ্যবাসীকে তা জানাতে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে খাদ্য সরবরাহ দফতর। তাতেই মেসেজ করে পাওয়া যাবে দুয়ারে রেশন সংক্রান্ত সমস্ত তথ্য
প্রতি মাসে নির্দিষ্ট দিনে রেশন পাবেন ১০ কোটির বেশি মানুষ, জানালেন মমতা
৯৯০৩০৫৫৫০৫— এই নম্বরে ইংরেজি হরফে ‘হাই’ লিখে হোয়াটসঅ্যাপ করতে হবে। নতুন রেশন কার্ডের জন্য আবেদন, অভিযোগ জানানো, আধার সংযোগ-সহ অন্যান্য পরিষেবার সুবিধা পেতে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে। রাজ্যের কৃষকরা ধানের সহায়ক মূল্য সংক্রান্ত তথ্যও এই নম্বর থেকে পাবেন। ইংরেজি ও বাংলা ভাষায় সমস্ত উত্তর মিলবে।