রাজ্যের কোভিড গ্রাফ ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে বাংলার মানুষের । তবে রবিবারের তুলনায় সোমবার কমল দৈনিক সংক্রমণ (Daily Cases) । রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮০৫ জন । তবে বেড়েছে দৈনিক মৃত্যু । একদিনে করোনার বলি ১১ জন ।
দৈনিক করোনা আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে কলকাতা (Kolkata) । গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২২৯ জন । সংক্রমণ বাড়ছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় ।
রাজ্যের স্বাস্থ্য দফতরের সোমবার সন্ধের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৮৭ হাজার ২৬০ । করোনায় রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৬৬ জনের । সুস্থের সংখ্যা ১৫ লাখ ৬০ হাজার ৩২৫ ।