টেস্ট বাড়তেই ফের ৭০০-র ঘরে দৈনিক সংক্রমণ । রাজ্যের স্বাস্থ্যদফতরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭২৬ জন । এদিন মৃত্যু হয়েছে ১২ জনের । এদিকে, সুস্থতার হারে কোনও পরিবর্তন হয়নি ।
সোমবারের তুলনায় মঙ্গলবার টেস্ট বেশি হয়েছে । স্বাভাবিকভাবেই বেড়েছে আক্রান্তের সংখ্যাও । তবে সোমবারের তুলনায় এদিন কলকাতায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে । কলকাতায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮৩ জন । মৃত্যু হয়েছে ২ জনের । উত্তর ২৪ পরগনাতেও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । তবে হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় বাড়ছে সংক্রমণ ।
সামনেই রয়েছে বিধানসভা উপনির্বাচন । তার আগে রাজ্যে করোনা পরিস্থিতি রীতিমতো চিন্তা বাড়াচ্ছে রাজ্য সরকারের ।