করোনার তৃতীয় ঢেউ (Third Wave) কি আসছে! আগেভাগে প্রস্তুতি নিয়ে রাখল রাজ্যের স্বাস্থ্য দফতর (WB Health)। জেলায় জেলায় শিশুদের করোনা চিকিৎসার পরিকাঠামো (Health Infrastructure) বাড়াতে ১০ কোটি টাকা (10 Crore Rupees) বরাদ্দ করল রাজ্য সরকার। হাসপাতালগুলোতে কেনা হচ্ছে সি-প্যাপ ও বাইপ্যাপ মেশিন।
কোভিডের (Covid 19) প্রথম ও দ্বিতীয় ঢেউ আসার আগে চিকিৎসা পরিকাঠামো তৈরি করার সময় পায়নি কোনও প্রশাসন। চিকিৎসকদের আশঙ্কা, তৃতীয় ঢেউয়ে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে শিশুদের। তাই প্রত্যেক জেলায় শিশুদের করোনা চিকিৎসার পরিকাঠামো ঢেলে সাজাচ্ছে রাজ্য। কোভিডের আইসিইউ ও সিসিইউতে অত্যাধুনিক যন্ত্রাংশ বসানো হচ্ছে।
কোভিডের প্রথম ঢেউয়ের সময় সবথেকে বেশি আক্রান্ত হয়েছিলেন প্রবীণ নাগরিকরা। দ্বিতীয় ঢেউয়ের সময় কোভিড আক্রান্ত বেশি হন তরুণ-তরুণীরা। চিকিৎসা বিজ্ঞানী ও গবেষকরা আশঙ্কা, এবার তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি শিশুরাই কোভিডের কোপে পড়বে।