রবিবার কলকাতায় তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রিতে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। শুধু কলকাতাই নয়, রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও হু হু করে নেমেছে পারদ।
রাত বাড়তেই বাতাসে হিমেল ছোঁয়া। ভোরবেলা ইতিমধ্যেই ঘাসের ডগায় দেখা যাচ্ছে শিশির বিন্দু। এই ছোটো ছোটো সংকেতই বুঝিয়ে দিচ্ছে রাজ্যে শীতের আগমন ঘটেছে। এবার আলমারি থেকে লেপ-কম্বল, সোয়েটার বের করার পালা।
Air Pollution: বাজি দূষণে দম আটকে উত্তর ভারত, বাংলাতেও ধুঁকছে বেশ কয়েকটি শহর
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বজায় থাকবে এই আবহাওয়া। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অনেকটাই নামতে পারে পারদ। বিশেষজ্ঞদের মতে, ১৫-১৭ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা।