‘ওমিক্রনে’র (Omicron) আতঙ্কে ত্রস্ত গোটা দুনিয়া। তবে বাংলায় বেশ খানিকটা স্বস্তি দিচ্ছে নিম্নমুখী কোভিড গ্রাফ। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার অনেকটাই কমল দৈনিক আক্রান্তের সংখ্যা।
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৫৮০ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। তিলোত্তমায় ১৭২ জনের শরীরে হানা দিয়েছে করোনা। রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ২৫ হাজার ৯৫৫ জন। শুক্রবার করোনা প্রাণ কেড়েছে ৭ জনের। তার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৫২ জন। বাংলায় বর্তমানে অ্যাকটিভ কেস ৭ হাজার ৫১৩ জন।