মধ্যবিত্ত মন বলে বিচ্ছেদের সঙ্গে নাকি চিরাচরিত সম্পর্ক করুন সুরের। কিন্তু জীবনকে একেক মানুষ দেখেন একেক ভাবে। তাঁদের বিচ্ছেদ ঘোষণার সময় মন ভেঙেছিল লক্ষ লক্ষ অনুরাগীদের। কিন্তু আমির খান, কিরণ রাও জানিয়েছিলেন, এই বিচ্ছেদে শেষ নেই, আছে নতুন শুরু। দিন কয়েক কাটতে না কাটতেই হাতেনাতে তার প্রমাণ পেলেন দর্শকেরা। ভাইরাল হয়েছে আমির-কিরণের একটি নাচের ভিডিও। লাদাখে 'লাল সিং চড্ডা'র শুটিং এর সময়কার ভিডিওটি এখন ভাইরাল।
শোনা যাচ্ছে, বিবাহবিচ্ছেদ ঘোষণার পরই নাকি লাদাখে শুট করতে গিয়েছিলেন, বলিউডের জনপ্রিয় প্রাক্তন কাপল। লাদাখের আঞ্চলিক কোনও অনুষ্ঠানে স্থানীয়দের সঙ্গে নাচতে দেখা গিয়েছে তাঁদের।
‘লাল সিং চাড্ডা’য় আমির খানের সঙ্গে অভিনয় করেছেন করিনা কাপুর খান, মোনা সিং, নাগা চৈতন্যের মতো শিল্পীরা। হলিউডি ছবি ‘ফরেস্ট গাম্প’-এর এই হিন্দি রিমেক এটি।