পশ্চিমবঙ্গে (West Bengal) সরকারি চাকরি পেতে গেলে বাংলা ভাষাটা জানা জরুরি। বুধবার মালদায় (Malda) প্রশাসনিক বৈঠকে এই কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
এই দিনের বৈঠকে তিনি বলেন, "ভিনরাজ্যের কেউ বাংলা না জেনে চাকরি পেলে ভাষাগত সমস্যা হয়। যেখানে যে কারখানা হবে, সেখানে স্থানীয়দের কর্মসংস্থানেই অগ্রাধিকার দেওয়া হবে।''
তাঁর কথায়, “ভিনরাজ্যের কেউ বাংলা না জেনে চাকরি পেলে ভাষাগত সমস্যা হয়। সব রাজ্যের জন্য বলছি সেই রাজ্যে ছেলেমেয়েদের অগ্রাধিকার দেওয়া উচিত। বাংলা হলে বাংলা। যে ভাষাভাষি হোক না কেন আপত্তি নেই। বাংলা ভাষা জানতে হবে। কেউ কোনও সমস্যা নিয়ে BDO, SDO বা স্থানীয় প্রশাসনের কাছে যাচ্ছে, না পারছে চিঠি পড়তে, না পারছে উত্তর দিতে। স্থানীয় ভাষা জানা বাধ্যতামূলক। স্থানীয় ভাষা না জানলে সমস্যার সমাধান করবে কী করে।’’