রবিবার নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠকে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা (TMC MP)। পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি, কৃষি আইন প্রত্যাহার (Farm Act), মহিলা সংরক্ষণ বিল, বিএসএফের (BSF) পরিসর বৃদ্ধি সহ একাধিক ইস্যু নিয়ে সরব হয় তৃণমূল কংগ্রেস। সংসদের শীতকালীন অধিবেশনের (Winter Session) আগে বিরোধীদের বৈঠকে যোগ দেবে না তৃণমূল। জানালেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandopadhyay)।
এদিন বৈঠক থেকে বেরিয়ে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "সর্বদলীয় বৈঠকে দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলেছি। কৃষক বিলের ওপর ন্যূনতম সহায়ক মূল্যকে আইনগত রূপ দিতে হবে। মহিলা সংরক্ষণ বিল আনতে বলেছি। বিলগ্নীকরণ নিয়ে সংসদে জানাতে হবে। লাভজনক শিল্প সংস্থারও কেন বিলগ্নীকরণ হচ্ছে, তাও জানাতে হবে।"
এদিন সর্বদলীয় বৈঠকে বেকারত্ব নিয়েও সরব হন তৃণমূল সাংসদরা। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "বেকারত্ব নিয়ে কোনও আলোচনা হচ্ছে না। কোভিড পরিস্থিতি নিয়েও আলোচনা হচ্ছে না। ৫০ কিলোমিটার পর্যন্ত বিএসএফের পরিসর বৃদ্ধি, তা নিয়েও আলোচনা হয়নি।"
এদিন সর্বদলীয় বৈঠকে যোগ দেন কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge), অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)। তৃণমূলের পক্ষ থেকে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েন (Derek O Brayen)। এনসিপির পক্ষ থেকে ছিলেন শরদ পাওয়ার (Sharad Power)।