২৮ অক্টোবর গোয়া যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগেই স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ করতে শুরু করল তৃণমূল। গোয়ার কালিকটে মৃত যুবতী সিদ্ধি নায়েকের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের প্রতিনিধিরা।
গত অগাস্ট মাসে গোয়ার কালিকটে সমুদ্র চর থেকে উদ্ধার হয় এক যুবতীর দেহ। যুবতীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে গোয়ার বিজেপির সরকারের ওপর ক্ষোভ উগরে দেয় তৃণমূল সাংসদ সৌগত রায়। পরিবার থানায় খুনের অভিযোগ করলেও পুলিশ তদন্ত বন্ধ করে দিয়েছে।
সোমবার গোয়ায় তৃণমূল প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়, সৌগত রায়, মহুয়া মৈত্র, লুইজিনহো ফ্যালেইরো ও তৃণমূলের স্থানীয় নেতৃত্বরা। ২৮ অক্টোবর গোয়ায় আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তৃণমূলের সভার অনুমতি নিয়ে টালবাহানা করছে গোয়ার বিজেপি সরকার। নির্বাচনের আগে বিরোধীদের আনাগোনা নিয়ে কটাক্ষও করেছেন বিজেপির জাতীয় স্তরের নেতারা।