নিরীহ নাগরিকদের ওপর গুলি চালানোর প্রতিবাদে সোমবার নাগাল্যান্ডে (Nagaland) যাবে তৃণমূলের পাঁচজনের প্রতিনিধি দল। রবিবার রাতে দলের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়।
সোমবার নাগাল্যান্ডে যাবেন তৃণমূল সাংসদ প্রসূণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ সুষ্মিতা দেব, অপরূপা পোদ্দার, শান্তনু সেন ও মিজোরামের প্রাক্তন অ্য়াডিশনাল জেনারেল বিশ্বজিৎ দেব। রবিবারই ঘটনার পর তদন্তের দাবি করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নাগাল্যান্ড গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তৃণমূলের প্রতিনিধি দল।
আরও পড়ুন: নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত অন্তত ১৩ জন সিভিলিয়ান, উত্তপ্ত নাগাল্যান্ড
নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক জওয়ানও রয়েছেন বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফু রিও (Neiphiu Rio)।