দীপাবলিতে প্রিয়জনকে উপহার দিতে চান! তার আগে মাথায় রাখুন আয়কর দফতরের নতুন নিয়ম। উপহারে পাওয়া সোনা, রুপো বা যে কোনও দামী দ্রব্য- সব কিছুই এবার আয়করের আওতায় পড়তে চলেছে।
আয়কর আইনের ৫৬(২) ধারায় বলা হয়েছে, বছরে কোনও ব্যক্তি যদি বছরে ৫০ হাজার টাকা বা তার বেশি মূল্যের উপহার পেয়ে থাকেন, তাহলে তা আয়করের আওতায় পড়বে। উৎসবের মরশুমেও এই নিয়ম জারি থাকবে। জিএসটি ছাড়া যদি কোনও নগদ টাকা আপনার অ্যাকাউন্টে ঢোকে, তবে সেটি উপহার হিসেবেই ধার্য হবে। সোনা বা রুপোর গয়না উপহারে পেলে, তার বর্তমান বাজারদর ধরে ট্যাক্সের আওতায় ফেলা হবে।
তবে পরিবারের মধ্যে উপহার দেওয়া হলে তা আয়করের আওতায় পড়বে না। ভাই-বোন, বাবা-মা অথবা নিকট আত্মীয় হলে আয়কর আইনে তা 'ফ্যামিলি' ক্যাটাগরিতে চলে যাবে। সেক্ষেত্রে আয়করে ছাড় আছে।