স্বাস্থ্যসাথী(Swasthasathi) কার্ড নিয়ে এবার আরেকটি বড়ো ঘোষণা করল রাজ্য স্বাস্থ্য দফতর(West Bengal Health Department)। রবিবার রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, কার্ডের বরাদ্দ টাকা শেষ হয়ে গেলেও এবার সরকারি হাসপাতালে চিকিৎসা করানো যাবে।
রবিবার স্বাস্থ্য অধিকর্তা জানান, "স্বাস্থ্যসাথী কার্ড(Swasthasathi) সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য অত্যন্ত জরুরি। কিন্তু তার মানে এই নয় যে কার্ড না থাকলে চিকিৎসা হবে না।" সরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের বরাদ্দ টাকা খরচ হয়ে গেলেও চিকিৎসা করানোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলেই আশ্বস্ত করেছেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী।
Maharastra minor rape case: পুলিশ সহ ৪০০ জনের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
সাধারণ মানুষের সুবিধার্থে এই কার্ড চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। তবে কার্ড চালু হওয়ার পর থেকেই বহু বেসরকারি নার্সিংহোম, হাসপাতাল(Hospital) এই কার্ড নিতে অস্বীকার করে বলে অভিযোগ। এমনকী সরকারি হাসপাতালেও(Govt. Hospital) রোগীর পরিবারকে হেনস্তা করা হয় বলেও শোনা গিয়েছে। এবার স্বয়ং স্বাস্থ্য অধিকর্তার এই ঘোষণা অনেকটাই আশা যোগাবে সাধারণ মানুষকে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।