দীপাবলির(Diwali) আগে মন্নতে এখন খুশির আলো । ঘরের ছেলে ঘরে ফেরার অপেক্ষায় খান পরিবার । । খুশি বোন সুহানাও(Suhana Khan) । জামিন মঞ্জুর হতেই দাদা আরিয়ানকে(Aryan Khan) নিয়ে এক আবেগঘন পোস্ট করলেন তিনি । ইনস্টাগ্রামে নিজেদের ছোটবেলার ছবি পোস্ট করে সুহানা মনে করিয়ে দিলেন, দাদাকে তিনি কতটা ভালোবাসেন ।
আরিয়ানের জামিনের পর ইনস্টাগ্রামে প্রথম পোস্ট করেন সুহানা । পোস্টে জুড়ে দিয়েছেন একটি সাদা-কালো ছবির কোলাজ । যেখানে একই ফ্রেমে রয়েছেন শাহরুখ, ছোট্ট আরিয়ান ও সুহানা । সেইসঙ্গে ক্যাপশনে লিখেছেন, "আই লভ ইউ" । দাদার জন্য বোন সুহানার এই আবেগঘন পোস্ট দেখে মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদেরও ।
২৬ দিন পর শুক্রবার মাদককাণ্ডে জামিন পেয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান । এই খবর পাওয়ার পর থেকেই বহু বলিউড তারকা সোশ্যাল মিডিয়ায় তাদের স্বস্তি প্রকাশ করেছেন । শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধু এবং আরিয়ান খানের গডফাদার করণ জোহর(Karan Johar) তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শাহরুখের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন ।
মহীপ কাপুর গৌরী এবং আরিয়ানের একটি থ্রোব্যাক ছবি পোস্ট করেছেন । অন্যদিকে, তাঁর মেয়ে ও সুহানার বন্ধু সানায়া কাপুর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে আরিয়ানের সঙ্গে একটি ছোটবেলার ছবি শেয়ার করেছেন ৷