উচ্চশিক্ষার জন্য লন্ডনে পাড়ি দিলেন সৌরভ কন্যা সানা গঙ্গোপাধ্যায়। ভর্তি হলেন লন্ডনের গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে। তাঁর ভর্তির পদ্ধতি সম্পূর্ণ করতে লন্ডনে গিয়েছেন সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)।
\স্ত্রী ডোনা ও সানার সঙ্গে তোলা সেলফি শেয়ার করেছেন জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক।মেয়েকে ভর্তি করাতে গিয়ে সকালে রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়ছেন সৌরভ।
সেই ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।টেমস নদীর ধারেই সৌরভের ফ্ল্যাট রয়েছে। বর্তমানে সেখানেই সপরিবারে রয়েছেন দাদা।
মহালয়ার আগে ৪ অক্টোবর কলকাতায় ফিরবেন বোর্ড প্রেসিডেন্ট। ১৯৯৬ সালে এই শহরেই সৌরভের ঐতিহাসিক টেস্ট অভিষেক। পরে অধিনায়ক হিসাবে ন্যাটওয়েস্ট ট্রফি জয়। লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে ওড়ানো। এমন হাজারো স্মৃতি জড়িয়ে আছে এই শহরের সঙ্গেই।