দিল্লি সরকারের 'দেশ কা মেন্টর' প্রোগ্রামের ব্রান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করা হল সোনু সুদকে (Sonu Sood)। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejrielwal) সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত বড় মাইলেজ দিতে পারে আপকে। পাঞ্জাবের মোগায় জন্ম সোনুর। মনে করা হচ্ছে, তিনি ওই রাজ্যে আপ-এর মুখ হতে পারেন।
বৃহস্পতিবার কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন সোনু। শুক্রবারই তাঁকে দেওয়া হল বড় দায়িত্ব।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, ব্যস্ত সূচি থেকে সময় বের করার জন্য সোনু সুদকে ধন্যবাদ। সোনু সারা দেশের কাছে অনুপ্রেরণা। হাজার হাজার মানুষ সাহায্যের জন্য তাঁর কাছে পৌঁছায়। এটা খুব বিস্ময়কর বিষয় যে, তিনি এমন কাজ করেছেন, যা অনেক সরকারও করতে পারেনি। তাঁর নিজের কাজ ও দিল্লি সরকারের কাজ নিয়ে অভিনেতার সঙ্গে অনেকক্ষণ কথা হল।
এরপরই শুক্রবার বড় ঘোষণা করল আপ সরকার।