ওমিক্রন (Omicron Variant) নিয়ে উদ্বেগের মাঝেই বিদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল সিকিম সরকার (Sikkim Govt)। রাজ্যের কোনও প্রান্তেই বিদেশি পর্যটকদের প্রবেশে অনুমতি দেওয়া হবে না। বুধবার এমনটাই জানায় সিকিম প্রশাসন।
পর্যটন কেন্দ্র সিকিমে প্রত্যেক বছর আসেন অনেক বিদেশি নাগরিক। ২০২০ সালে কোভিডের (Covid 19) প্রাথমিক ধাপেই বিদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল সিকিম। কেন্দ্রের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়ায় সমালোচনার মুখে পড়ে সিকিম সরকার। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক কড়া চিঠি দেয় সিকিম সরকারকে। এবারও ওমিক্রন আতঙ্কে সিকিমে আগেভাগে বন্ধ করে দেওয়া হল বিদেশি পর্যটন।
সিকিম প্রশাসন জানিয়েছে, বহু দেশেই ওমিক্রনে সংক্রমণ বাড়ছে। এদেশেও সতর্কতার জন্য পদক্ষেপ করছে সরকার। তাই বিদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সিকিম প্রশাসন।