প্রতিবছরের মতো নিয়ম মেনে অষ্টমীর সকালে কুমারী পুজো(Kumari Puja) হয় শোভাবাজার বটতলা সর্বজনীনের পুজো মন্ডপে। এই কুমারী পুজো অবশ্য অন্যদের চেয়ে একটু আলাদা হয়ে থাকে। অন্যান্য জায়গায় যেখানে কুমারী হিসেবে একজনকেই পুজো করা হয়, সেখানে বটতলায় পূজিত হন একসাথে পাঁচ কুমারী।
এবছর ৯০-এ পা দিল শোভাবাজার(Shobhabazar) বটতলা সর্বজনীনের পুজো। তাদের মণ্ডপে এবার ধরা দিচ্ছে একটুকরো প্রকৃতি। দুই শিল্পী, ইন্দ্রজিৎ ও দেবব্রত, তাঁদের হাতেই ধীরে ধীরে সেজে উঠছে গোটা মণ্ডপ। পুরো প্যান্ডেলজুড়ে থাকবে একাধিক রঙের ব্যবহার। খড় দিয়ে বাঁধা, প্রকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ বিভিন্ন ধরনের মোটিফ, এভাবেই সেজে উঠছে মণ্ডপ।