বলিউডে বেশ চর্চায় রয়েছে পরিচালক আনন্দ এল রাই-এর আগামী ছবি 'অতরঙ্গি রে'(Atrangi Re) । ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে ছবির ট্রেলার । তবে এই মুহূর্তে ছবি নিয়ে একটাই প্রশ্ন উঠছে নেটপাড়ায় । তা হল সারা আলি খানের(Sara Ali Khan) সঙ্গে দুই অভিনেতা অর্থাৎ অক্ষয় কুমার(Akshay Kumar) ও ধনুশের(Dhanush) বয়সের ব্যবধান । সম্প্রতি, এই বিষয়ে মুখ খুললেন সারা আলি খান ।
সারা আলি খানের থেকে ধনুশ প্রায় ১২ বছরের বড় । অন্যদিকে, অক্ষয় কুমারের থেকে ২৮ বছরের ছোট সারা । সম্প্রতি, এক বিনোদন পোর্টালকে সারা জানান, ছবি বা সিনেমা হল পরিচালকের । আর তাই অভিনেতাকে তাঁর পরিচালকের উপর বিশ্বাস রাখতে হবে । অভিনেত্রী জানান, তিনি তাঁর পরিচালককে বিশ্বাস করেন । যদি আনন্দ এল রাই এই কাস্টের কথা ভেবে থাকেন, তাহলে তাঁর উপর বিশ্বাস রাখবেন সারা ।
আরও পড়ুন, KAREENA KAPOOR ON FAMILY: কেন ছেলেদের জন্য মন খারাপ করিনার
তিনি বলেন, চলচ্চিত্র নির্মাতারা মূলত কল্পনা করেন এবং অভিনেতারা সেই দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করেন । এর থেকে আর বেশি কিছু আছে বলে তিনি মনে করেন না ।
২৪ ডিসেম্বর থেকে ডিজনি প্লাস হটস্টার-এ দেখা যাবে 'অতরঙ্গি রে' ।