এক দিকে পড়ুয়া-অভিভাবক-শিক্ষকদের জোরদার দাবি, অন্য দিকে করোনার নতুন দাপট। এই টানাপড়েনের মধ্যে নভেম্বরের প্রথম-দ্বিতীয় সপ্তাহেই কি খুলতে চলেছে স্কুল? শনিবার স্কুলশিক্ষা দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে জেলা স্কুল পরিদর্শকদের একটি ভিডিয়ো কনফারেন্সের পরিপ্রেক্ষিতে এই নিয়ে চলছে নানা জল্পনা।
সেই ভিডিও কনফারেন্সে বলা হয়েছে, স্কুলে স্কুলে স্যানিটাইজ়েশন বা জীবাণুনাশের কাজ শেষ করতে হবে ২৭ অক্টোবরের মধ্যে। নবম থেকে দ্বাদশের ছাত্রছাত্রীদের বাংলা শিক্ষা পোর্টালে দ্রুত আধার নম্বর আপলোড করতে বলতে হচ্ছে স্কুল-প্রধানদের। কারণ টিকাকরণের জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক। যে-সব ছাত্রছাত্রীর মা বা বাবা অথবা দু’জনেই করোনায় মারা গিয়েছেন, চলতি শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলগুলি তাদের ফি মকুব করছে কি না, তা জানতে চাওয়া হবে।