তামিলনাড়ুর কুন্নুরে মর্মান্তিক চপার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের (Bipin Rawat), তাঁর স্ত্রী এবং ১১ জন সেনা আধিকারিকের।
বিমান দুর্ঘটনায় কোন কোন বিখ্যাত ভারতীয় প্রাণ হারিয়েছেন, দেখে নিন একনজরে।
জুন, ১৯৮০ : ইন্দিরা গান্ধীর ছেলে এবং কংগ্রেস নেতা সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনায় প্রয়াত হন।
সেপ্টেম্বর, ২০০১: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং সিনিয়র কংগ্রেস নেতা মাধবরাও সিন্ধ্রিয়া উত্তরপ্রদেশের কানপুরে চপার দুর্ঘটনায় মারা যান।
মার্চ, ২০০২: অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান লোকসভার প্রাক্তন স্পিকার জিএমসি বালাযোগী।
মার্চ, ২০০৫: চন্ডীগড় থেকে দিল্লি যাওয়ার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান বিশিষ্ট শিল্পপতি এবং হরিয়ানার মন্ত্রী ওপি জিন্দল।
সেপ্টেম্বর, ২০০৯: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডি কুর্নুলের কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান।
এপ্রিল, ২০১১: অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দোরজি খান্ডু তাওয়াং-এর কাছে কপ্টার দুর্ঘটনায় প্রয়াত হন।