তিনি ছবিতে থাকলেই ছবি সুপারহিট। সাম্প্রতিক ছবি 'অন্তিম, দ্য ফাইনাল ট্রুথ'এর প্রচারেই সলমন খান (Salman Khan) গিয়েছিলেন গুজরাতে। আর কাজের ফাঁকেই চলে গেলেন সবরমতী আশ্রম(Sabarmati Ashram)। সেখানে ভাইজানকে চরকাও কাটতে দেখা গেল।
আরও পড়ুন, ট্রেলারেই বাজিমাত, কপিল দেবের ভূমিকায় কয়েকটি ঝলকেই চমকে দিলেন রনভির সিং
তিনি ঘুরে ঘুরে দেখলেন বাপু'র আশ্রম। ভিজিটর'স বুকে লিখে এলেন আশ্রম সম্পর্কে দু-চার কথা। আশ্রমবাসীরা ভাইজানের হাতে তুলে দিলেন চরকারই একটা ছোট স্মারক।
আশ্রমের বাইরে বেরোতেই সল্লু মিয়াঁর ভক্তরা কি আর ছাড়ে? কারও সঙ্গে ছবি তুললেন, কাউকে আবার দূর থেকে দেখেই হাত নাড়লেন।