পুজোর সময় (Durga Puja) পানাহার নিয়ে চিন্তা নেই। স্বাভাবিক সময়ের মতোই খোলা থাকবে রেস্তোরাঁ এবং পানশালা। তবে মানতে হবে কড়া কোভিড (Coronavirus) বিধি। বিজ্ঞপ্তি দিয়ে একথা জানাল রাজ্য সরকার।
পুজোর মরসুমে করোনা বিধি নিষেধে সাময়িক ছাড় দিল সরকার। নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়েছে, সমস্ত দোকান, রেস্তরাঁ এবং পানশালা সাধারণ নিয়ম অনুযায়ী খোলা থাকতে পারে। ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত জারি থাকবে এই সাময়িক ছাড়।
Durga Puja: জুতো দিয়ে মণ্ডপসজ্জায় 'ধর্মবিশ্বাসে আঘাত', দমদম পার্ক ভারতচক্রকে আইনি নোটিশ আইনজীবীর
করোনা আবহে দোকান, রেস্তরাঁ খোলা ও বন্ধের নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। সেই নিয়ম অনুযায়ী রাত ১০টার পর দোকান-রেস্তরাঁ, পানশালা বন্ধ করে দিতে হোত। পুজো উপলক্ষে সেই নিয়মে সাময়িক ছাড় দিল মিলছে। ১০ অক্টোবর, পঞ্চমী থেকে ২০ অক্টোবর পর্যন্ত দোকানপাট, রেস্তোরাঁ ও পানশালা বন্ধের নির্দিষ্ট সময় পিছিয়ে দেওয়া হয়েছে।