ছোট পর্দায় ডেবিউ করতে চলেছেন বলিউড সুপারস্টার রণবীর সিং । একটি টিভি শোয়ে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাঁকে । তারই প্রমোশনে ব্যস্ত রণবীর । সম্প্রতি, শোয়ের প্রমোশনে এসে বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন অভিনেতা । সিনেমায় নয়, রিয়াল লাইফেই বাবা হতে চান রণবীর । এমনকী, জানিয়ে দিলেন দীপিকার মতোই মিষ্টি সন্তান চাই তাঁর ।
প্রায় ছয় বছর ধরে একে অপরকে ডেট করেছিলেন রণবীর ও দীপিকা । এরপর ২০১৮ সালে বিয়ে ।বিবাহিত জীবনের প্রায় তিন বছর পূর্ণ করতে চলেছেন দীপবীর । এদিকে, তাঁদের সন্তান নিয়ে অনুরাগীদের উৎসাহ কম নয় । কয়েক মাস আগেই দীপিকাকে হিন্দুজা হাসপাতালে দেখা গিয়েছিল ঢিলেঢালা পোশাকে । এরপর থেকেই শুরু হয়ে যায় আলোচনা । তবে এবার সন্তান নিয়ে নিজেই মুখ খুললেন রণবীর । এমনকী, তিনি জানালেন সন্তানের নামের তালিকাও নাকি তৈরি করতে শুরু করে দিয়েছেন তিনি । একটি টিভি শোয়ের প্রমোশনে এসে রণবীর বললেন, 'আপনারা জানেন যে, আমার বিয়ে হয়ে গিয়েছে। আর দু' তিন বছরের মধ্যে সন্তানও হবে । আপনাদের বৌদি ছোটবেলায় খুবই মিষ্টি ছিল । তাই আমার ওর মতোই একটা সন্তান চাই । তাহলেই আমার জীবন সার্থক হয়ে যাবে । আমি তো সন্তানদের নামের তালিকাও তৈরি করতে শুরু করে দিয়েছি।'
কালার্স চ্যানেলের দ্য বিগ পিকচার গেম শোতে সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে রণবীর সিংকে । ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে এই গেম শো । এছাড়া, বড় পর্দায় আপাতত করণ জোহরের পরিচালনায় একটি ছবিতে অভিনয় করছেন রণবীর।