সিঙ্গুরে(Singur) বিজেপির(BJP) কিষাণ মোর্চার ধর্না মঞ্চ থেকেই তৃণমূলকে(TMC) কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা(Rahul Sinha)। তাঁর অভিযোগ, "গোয়ায়(Goa) দূরবীন দিয়েও তৃণমূলকে(TMC) খুঁজে পাওয়া যাবে না। দু'চারটে পার্টির নেতাকে টাকা দিয়ে দলে নিলেই জেতা যায় না। তার প্রমাণ ত্রিপুরা(Tripura)।"
আরও পড়ুন- BJP Dharna at Singur: কৃষকদের ক্ষতিপূরণ দাবিতে সিঙ্গুরে তিন দিন ধর্নায় রাজ্য বিজেপি
কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে তিনদিনের ধর্না কর্মসূচির ডাক দিয়েছে রাজ্য বিজেপি(BJP West Bengal)। সিঙ্গুরে(Singur) কার্যত মাটিতে বসেই এই কর্মসূচি চালাচ্ছেন বিজেপির(BJP) কর্মী-সমর্থকেরা। টানা তিনদিন সিঙ্গুরের গোপালনগরের(Gopal Nagar) দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে বিজেপির অবস্থান কর্মসূচি রয়েছে। মঙ্গলবার দুপুরে সিঙ্গুরের লোহাপট্টি থেকে মিছিল করে সিংহের ভেড়িতে উপস্থিত হন বিজেপি(BJP) নেতারা। তারপর ধর্না শুরু হয়।