জনপ্রিয় অভিনেতা ও কমেডিয়ান বীর দাসের মন্তব্য ঘিরে ক্রমশই জল ঘোলা হচ্ছে। তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়া।
জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফরমিং আর্টসে ৭ মিনিটের মনোলগ ভিডিওয় তিনি দেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করছেন বলে অভিযোগ উঠেছে। বীর দাসকে ‘অপরাধী’র আখ্যা দিয়েছেন কঙ্গনা রানাউত। অন্যদিকে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়ে দিলেন, তাঁদের রাজ্যে বীরকে কোনও অনুষ্ঠান করতে দেওয়া হবে না।
তাঁর অভিযোগ, দেশকে কলঙ্কিত করার চেষ্টা করেন এই ধরনের লোকেরা। এবং তাঁরা কপিল সিব্বল ও কংগ্রেসের অন্য নেতাদের সমর্থনও পান!
বিতর্কিত ওই ভিডিওয় তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমি দ্বিখণ্ডিত ভারতের নাগরিক। দ্বিখণ্ডিত কেন জানেন? কারণ, আমি এমন এক দেশের নাগরিক যেখানে দিনের বেলা মেয়েদের পুজো দেওয়া হয় আর রাতে গণধর্ষণ। ’’ এই মন্তব্যের জেরে বীর দাসের বিরুদ্ধে দিল্লির তিলক মার্গ থানায় এফআইআরও দায়ের করা হয়েছে।