সুইগিতে খাবার ডেলিভারি না পেয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার জেরে তাঁকে রীতিমতো ট্রোল করলেন নেটিজেনরা।
কেউ লিখেছেন, "কেবল প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কেন, আপনার উচিত ছিল মাননীয় রাষ্ট্রপতিকে ট্যাগ করা.."। কারো পরামর্শ, " বিষয়টি আর্ন্তজাতিক মহলের নজরে আনা উচিত। রাষ্ট্রসংঘের মহাসচিবকে জানান।" প্রসেনজিতের পিআর সংস্থা নিয়েও কটাক্ষ করেছেন নেটিজেনরা।
গত ৩ অক্টোবর সুইগিতে খাবার অর্ডার করেছিলেন প্রসেনজিৎ। কিন্তু খাবার পাননি তিনি। এরপর শনিবার এই সমস্যার কথা তুলে ধরে মোদী ও মমতাকে চিঠি লেখেন তিনি। সেই চিঠি পোস্ট করেন টুইটারে।