সকাল থেকেই ভবানীপুরের বহু বুথই ফাঁকা। তেমন ভোটের লাইন নেই। সকাল নটার কমিশনের দেওয়া ভোট পড়ার হার প্রকাশ হতেই জানা গেছে ভোট পার্সেন্টেজে অনেকটাই পিছিয়ে আছে ভবানীপুর।
বেলা ১১টাতেও সেই একই ট্রেন্ড। বেলা এগারোটা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়েছে ২১.৭৩ শতাংশ। সামশেরগঞ্জে ভোটের হার ৪০.২৩ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়েছে ৩৬.১১ শতাংশ।
সকাল ৯টা অবধি ভবানীপুরে ভোট পড়েছে মাত্র ৭.৫৭ শতাংশ। অর্থাৎ ভোটার থাকলেও, ভোট নেই ভবানীপুরে। প্রথম পর্বে ভোট শতাংশের হার কম থাকায়, তৃণমূলের প্রথম সারির নেতাদের সোশ্যাল মিডিয়ায় ভোট চেয়ে আবেদন করতে দেখা গেল। টুইটে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত মুখার্জি।