করোনাকালে মাস্কের ব্যবহার না করায় বাগুইআটি থানার পুলিশ চারটি বাজার থেকে মোট ২৭ জনকে গ্রেফতার করল মহামারী আইনে। বারবার রাজ্য প্রশাসনের তরফে সতর্ক করা হচ্ছে মানুষকে। কিন্তু তারপরেও একশ্রেণীর মানুষের মধ্যে দেখা যাচ্ছে অসতর্কতা।
বাগুইআটি এলাকার বিভিন্ন বাজারে বৃহস্পতিবার জনসচেতনতামূলক প্রচার চালানো হয়। পাশাপাশি যাঁরা মাস্ক ব্যবহার করছেন না, তাঁদেরকে গ্রেফতারও করা হয়েছে।
ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে বিভিন্ন জেলায় মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে। লাগাতার বাড়তে থাকা সংক্রমণের জেরে আবার কঠোর হয়েছে পুলিশ প্রশাসনও। কিন্তু তারপরেও সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে চূড়ান্ত অসতর্কতা।