ভবানীপুর বিধানসভা উপনির্বাচন স্থগিত করা হোক। প্রচারের শেষ দিন এই অভিযোগ তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নির্বাচন কমিশনের কাছে উপনির্বাচন স্থগিত করার দাবিও জানিয়ে এল বিজেপি।
দিলীপ ঘোষের দাবি, ভবানীপুরের মানুষ ভয়ের মধ্যে আছে। তাঁর অভিযোগ, "ভবানীপুরের মানুষ ভয়ের মধ্যে আছেন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ কী করে বাড়ি থেকে বেরিয়ে ভোট দেবে? ভয়ের বাতাবরণ তৈরি করে ভোট জেতার চেষ্টা হচ্ছে ভবানীপুরে। এই পরিস্থিতিতে ভয়মুক্ত নির্বাচন সম্ভব নয়। এই নির্বাচনকে স্থগিত করা দরকার। যখন পরিবেশ তৈরি হবে, বিরোধীরা প্রচার করতে পারবেন- তখনই নির্বাচন হোক।"
ভবানীপুর কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন স্থগিত করার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদনও করে এল বিজেপি। সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "সাংসদ অর্জুন সিংকে ঘিরে ধরে ধাক্কাধাক্কি করা হয়েছে। তিনি ওখান থেকে চলে আসতে বাধ্য হয়েছেন। প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল যেখানে প্রচার করতে গিয়েছেন, সেখানেও তাঁকে বাধা দেওয়া হয়েছে।"