Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

Updated : Dec 27, 2024 12:03
|
Editorji News Desk

কারুর কাছে তিনি ছিলেন মেন্টর। 
কারুর কাছে তিনি ছিলেন মাস্টারমশাই। 
আবার কেউ লিখছেন, স্নেহ করার মানুষটি আর রইল না। 
স্যালুট সংস্কারক। 

যিনি জীবনের শেষ সাংবাদিক বৈঠকে বসে বলেছিলেন, ইতিহাস তাঁকে ঠিক মূল্যায়ন করবে। দেশবাসী তাঁকে কোনও দিন ভুল বুঝবে না। না তাঁকে দেশবাসী ভুল বোঝেনি। বরং আজ তিনি না থেকেও প্রাসঙ্গিক হয়ে থাকবে আগামী কয়েক বছরের ভারতীয় অর্থনীতির সঙ্গে। তিনি মনমোহন সিং। 

৯২ বছর বয়সে দিল্লি অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সেস তিনি প্রয়াত হয়েছেন। ২৬ ডিসেম্বর রাত ৯টা ৫১ মিনিটের পর থেকে সেই শোকেই ডুব দিয়েছে ১৪৫ কোটির ভারত। ভুলতে পারছে না সেই ১৯৯১ সালের মোড় ঘোড়ানো সিদ্ধান্তের কথা। 

ক্যাপ্টেন নরসিমা রাওয়ের টিম ইন্ডিয়া তৎকালীন কংগ্রেসের সারপ্রাইজ প্যাকেজের নাম ছিল মনমোহন সিং। রাজ্যসভায় অসম থেকে প্রার্থী করে ভারতীয় অর্থনীতির অসুখ সারাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল এক ডক্টরেটের হাতে। অর্থনীতি যাঁর বিষয়, যাঁর ধ্যান-জ্ঞান। 

লিবারালাইজেশন। ভারতীয় অর্থনীতির অভিযানে এই নতুন শব্দের স্রষ্টার নাম মনমোহন সিং। এরপর বাকিটা ইতিহাস। নেহরু পরবর্তী সময়ে তিনি ছিলেন কংগ্রেসের এখনও পর্যন্ত শেষ প্রধানমন্ত্রী। তাঁর এক দশকের শাসন ভাল-মন্দ মিশিয়ে। তবে আর্থিক সংস্কারের পাশাপাশি সমাজিক সংস্কার ভারত এক নতুন দিশা দেখিয়েছিল। যার মধ্যে দুটি উল্লেখ যোগ্য কাজ ছিল মনরেগা এবং খাদ্যের সুরক্ষা। 

মৌন প্রধানমন্ত্রী। মূলত, দুর্নীতি ইস্যুতে বিরোধী শিবির থেকে বারবার এই কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। তাঁর আমলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে খাঁচাবন্দি তোতা বলে ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট। তবুও রাজনৈতিক মহল দাবি করে, তাঁর কাজে ছিল মুখরতা। তাই নিজের শেষ সাংবাদিক বৈঠকে তাঁর সেই অমোঘ উক্তি আজও প্রাসঙ্গিক হয়েই রয়ে গেল। 

ইতিহাস যেন তাঁকে ভুল না বোঝে। না বোঝেনি। স্যালুট সংস্কারক। প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। 

Manmohan Singh

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক