ফের একবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। বারংবার এইভাবে দাম বাড়ায় নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। কলকাতায় আগেই সেঞ্চুরি পার করেছিল পেট্রোল। এবার লিটার প্রতি ৩০ পয়সা বেড়ে দাম হল ১০২টাকা ১৭ পয়সা। ডিজেল হল ৯৭টাকা ৯৭ পয়সা। দিল্লিতে ২৫ পয়সা বেড়ে পেট্রোল হল ১০১টাকা ৬৪ পয়সা। ডিজেল দাঁড়াল ৮৯টাকা ৮৭ পয়সা। মুম্বইতে পেট্রোল ১০৭ টাকা ৭১ পয়সা, এবং ডিজেল ৯৭টাকা ৫২পয়সা প্রতি লিটার। জ্বালানীর এই লাগাতার মূল্যবৃদ্ধিতে গণপরিবহনও ক্ষতির সম্মুখীন হবে বলেই মত বাজার বিশেষজ্ঞদের।