সল্টলেক(Saltlake) সেক্টর ফাইভে পথ দুর্ঘটনা(Road Accident) । চলন্ত বাস থেকে নামতে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক যাত্রীর । মৃতের নাম মহম্মদ জিসান খান(২১) । তিনি বিহারের(Bihar) বাসিন্দা ।
জানা গিয়েছে, চিকিৎসার জন্য শনিবারই কলকাতায়(Kolkata) আসেন তিনি । এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ নিউটাউন থেকে সাঁতরাগাছিগামী একটি বাস সল্টলেক সেক্টর ফাইভের বেনফিস মোড়ের কাছে বাঁক নিতে যায় । সেই সময় চলন্ত বাস থেকে নামতে যান ওই যাত্রী । সেইসময় রাস্তায় পড়ে গিয়ে বাসের পিছনের চাকায় পিষ্ট হন তিনি ।
আরও পড়ুন, Siliguri Road Accident: নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল বোল্ডার বোঝাই লরি, শিলিগুড়িতে মৃত্যু চারজনের
ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । ঘটনায় নিউটাউন-সাঁতরাগাছি রুটের বাস চালককে গ্রেফতার করেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ।