সংসদীয় দলের বৈঠকে গরহাজির দুই সাংসদ নুসরত জাহান(Nusrat Jahan) এবং মিমি চক্রবর্তী(Mimi Chakraborty) । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) উপস্থিতিতে সংসদীয় দলের বৈঠকে কেন অনুপস্থিত ছিলেন তাঁরা? জবাব চেয়েছে দল(TMC)। জানা গিয়েছে ,মঙ্গলবার বৈঠক শুরু হওয়ার পর কেন এই দুই নেত্রী বৈঠকে উপস্থিত হননি তা জানতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিমি নুসরতের অনুপস্থিতির কারণে ক্ষুব্ধ হন অভিষেক।
সংসদীয় কমিটির বৈঠকে তাঁদের অনুপস্থিতিতে দল যে ক্ষুব্ধ হয়েছে সে বার্তাও দুই নেত্রীকে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দলীয় সাংসদের বৈঠকে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) নিশানা করেন কংগ্রেসকে(Congress)। তাঁর কথায়, 'বাংলায় আমাদের বিরুদ্ধে লড়ছে কংগ্রেস(Congress), বিরোধী ঐক্য নেই। আমরা গোয়ার(Goa) মতো রাজ্যে গেলেই বিরোধী-ঐক্য নিয়ে প্রশ্ন উঠছে, এটাই দ্বিচারিতা।' কংগ্রেসের(Congress) থেকে তৃণমূলের(TMC) কৌশল ভিন্ন হতে হবে বলেও দলীয় সাংসদদের সতর্ক করেন তৃণমূলের(TMC) সেকেন্ড-ইন-কমান্ড।
পাশাপাশি অভিষেক(Abhishek Banerjee) জানিয়েছেন, বিজেপির(BJP) অন্যায়ের বিরুদ্ধে তৃণমূল(TMC) প্রতিবাদ চালিয়ে যাবে। সাধারণ মানুষের স্বার্থে তাঁদের এই লড়াই চলবে।