প্রকাশিত হল নিটের (NEET) আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল এন্ট্রান্সের ফল। ইমেলে রেজাল্ট পাঠাচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। সম্প্রতি নিটের পরীক্ষার ফলঘোষণা নিয়ে বম্বে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপরই ফলঘোষণা করল এনটিএ। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়েও রেজাল্ট দেখতে পাবেন ছাত্রছাত্রীরা।
এর আগে স্নাতক স্তরে অভিন্ন মেডিকেল প্রবেশিকার ফলঘোষণার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশেই আন্ডার গ্র্যাজুয়েট মেডিক্যাল পরীক্ষার ফলঘোষণা করল NTA। দুই পরীক্ষার্থীর ফের পরীক্ষা গ্রহণের জন্য ফলপ্রকাশে স্থগিতাদেশ দিয়েছিল বম্বে হাইকোর্ট। হাইকোর্টের রায়কে নস্যাৎ করে ফলপ্রকাশ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
neet@nta.ac.in
কোনও সমস্যায় পড়লে পরীক্ষার্থীরা নিটের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই মেল আইডিতে।
011-69227700, 011-40759000
এই ফোন নম্বরে ফোন করেও ন্যাশনাল টেস্টিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।