দুর্গাপুজোর দশমীতে বিসর্জনের সময় নাশকতার আশঙ্কা রাজ্যে! এমনটাই আশঙ্কা নবান্নের। আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, এই মর্মে প্রতিটি জেলার প্রশাসনকে বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে রাজ্য সরকার।
Shopian Encounter: শহীদ জওয়ানদের খুনের বদলা নিল সেনা, এনকাউন্টারের মৃত ৩ লস্কর জঙ্গী
বিসর্জনে নাশকতার আশঙ্কা রয়েছে বলে দিন কয়েক আগেই সতর্কবার্তা জারি করেছিল নবান্ন। সোমবার, মহাষষ্ঠীর দিনে সেই সব সতর্কবার্তাই জেলা প্রশাসনগুলিকে ফের মনে করিয়ে দিয়েছেন নবান্নের শীর্ষকর্তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সন্দেহভাজন গতিবিধি নিয়ে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে জেলা প্রশাসনগুলিকে।
Durga Puja 2021 : উত্তর থেকে দক্ষিণ, মহাষষ্ঠীতে মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল
নবান্নে সর্বক্ষণের কন্ট্রোল রুমও চালু রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে নিয়মিত সমন্বয় রেখে চলেছেন। পুজোর বাকি দিনগুলিতেও এই নজরদারি চালু থাকবে বলেই ওই সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনের দাবি।