বাঙালির ১২ মাসে ১৩ পার্বন, আর তাতে নবতম সংযোজন আন্তর্জাতিক বাংলা সঙ্গীত উৎসব। ২০২২-এর শীতে রেড রোডে বসবে আন্তর্জাতিক সঙ্গীতের আসর, এমন অনুষ্ঠানের ভাবনা স্বয়ং মুখ্যমন্ত্রীর। অনুষ্ঠানের থিম, ‘গাইবে লোকাল, শুনবে গ্লোবাল’।
অতিমারী আবহে, গত দু’বছর ধরে রেড রোডে বন্ধ দুর্গাপুজোর কার্নিভাল। তবে আগামী কয়েক মাস করোনা পরিস্থিতি উদ্বেগজনক না হলে রেড রোডেই বসতে চলেছে রাজ্য সরকারের উদ্যোগে বাংলার প্রথম মিউজিক ফেস্টিভ্যাল। বাউল-টপ্পা, রবীন্দ্রসঙ্গীত- আধুনিক সব ঘরানার, সঙ্গীতশিল্পীরাই অংশগ্রহণ করবেন এই সঙ্গীত উৎসবে। নবান্ন সূত্রে খবর, প্রাথমিক পরিকল্পনা, প্রথম বছর কেবল বাংলার শিল্পীরাই অনুষ্ঠানে অংশ নেবেন। পরবর্তী বছর থেকে অংশ নেবেন বাংলার বাইরের শিল্পীরাও।