অক্সিজেনের অভাবে পাঞ্জাব ছাড়া কোনো রাজ্যেই কোভিড রোগীর মৃত্যু হয়নি, কেন্দ্রের পথে হেঁটে জানিয়ে দিল বেশিরভাগ রাজ্যই। এখনও পর্যন্ত ১৩টি রাজ্য এই বিষয়ে কেন্দ্রের প্রশ্নের উত্তর দিয়েছে। একমাত্র পঞ্জাব জানিয়েছে, সেই রাজ্যে ‘সম্ভবত’ এক জন কোভিড রোগীর অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছিল। তবে পশ্চিমবঙ্গ-সহ অনেক রাজ্য এখনও কেন্দ্রকে কোনও উত্তর দেয়নি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় গত এপ্রিল-মে মাসে অক্সিজেনের ঘাটতি নিয়ে গোটা দেশে যে হাহাকার পড়েছিল, তা হলে তা কিসের জন্য!
সেই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেনের অভাবে মৃত্যুর ঘটনা সামনে আসতে শুরু করে। অক্সিজেনের ঘাটতি মেটাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় হাসপাতালগুলি। শিল্প ক্ষেত্রে কয়েক সপ্তাহের জন্য অক্সিজেনের ব্যবহার বন্ধ রাখে কেন্দ্র। সেই সময়ে দেশে অক্সিজেনের অভাবে ঠিক কত জনের মৃত্যু হয়েছিল, সংসদের অধিবেশনে কেন্দ্রের কাছে জানতে চান বিরোধী সাংসদেরা। কেন্দ্র জানিয়েছিল, তাদের কাছে সেই তথ্য নেই, কোনও কোভিড রোগী কী কারণে মারা গিয়েছেন, সেই তথ্য রাজ্যের কাছে থাকে। রাজ্য অক্সিজেনের অভাবে কোনও মৃত্যুর তথ্য কেন্দ্রকে জানায়নি। কেন্দ্রের ওই উত্তরে তীব্র প্রতিক্রিয়া হয় রাজনৈতিক মহলে।