দীর্ঘ চার বছর পর ফের বড়পর্দায় জুটি বাঁধছেন মীর(Mir Afsar Ali) ও স্বস্তিকা(Swastika Mukherjee) । ছবির নাম 'বিজয়ার পরে'(Bijoyar Pore) । পরিচালক অভিজিত দাস । ডিসেম্বর থেকেই ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন মীর ।
শেষবার ২০১৭ সালে 'মাইকেল' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন মীর ও স্বস্তিকা । এই সিনেমা প্রসঙ্গে মীর সোশ্যাল মিডিয়ায় লেখেন, " এবার ২০২১ এর শেষ লগ্নে আমাদের দেখা হবে ‘বিজয়ার পরে’। নতুন ছবি । নবাগত পরিচালক অভিজিৎ দাসের ছবি ।...ভয়ও করছে । দেখা যাক, অবশেষে ‘বিজয়ার পরে’ কী হয় ! "
আরও পড়ুন, Yash-Nusrat Break up: আলাদা হচ্ছেন যশ-নুসরত? ইন্সটা স্টোরি নিয়ে তোলপাড় টলিপাড়া
জীবনে অনেক কথাই থাকে । কিন্তু সবটা বলে হওয়া ওঠে না । বা শোনার লোক থাকে না । সব থেকে বেশি সমস্যা হয় প্রবীণ মানুষদের ক্ষেত্রে । কাজের সূত্রে কিংবা পারিবারিক বিচ্ছেদের কারণে হয়তো অনেকে দূরে থাকেন । তবে অনেকসময় দেখা যায় দুর্গাপুজো হয়ে ওঠে মিলনক্ষেত্র । এইসময় একসঙ্গে হন প্রিয়জনেরা । দুর্গাপুজোর প্রেক্ষাপটে সেরকমই গল্প বলবে পরিচালক অভিজিত দাসের 'বিজয়ার পরে' ।
মীর ও স্বস্তিকা ছাড়া এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন দীপঙ্কর দে (Dipankar De), মমতা শঙ্কর (Mamata Shankar) । সঙ্গীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য । ছবির প্রযোজনায় ‘এস আর জুপিটার মোশন পিকচার্স’।