ভালোবাসা কী না পারে! এক সামান্য শিক্ষককেও তা বানিয়ে দিতে পারে 'শাহজাহান'!
স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন তাজমহল(Taj Mahal) দেখাতে। কিন্তু তাজমহলের সৌন্দর্য্যে মুগ্ধ স্বামী ঠিক করে ফেললেন, স্ত্রীকে দিতে হলে এমনই একটি বাড়ি উপহার দেবেন তিনি।
একালের এই শাহজাহানের নাম আনন্দ প্রকাশ(Anand Prakash)। মধ্যপ্রদেশের(Madhya Pradesh) বুরহানপুরের এই শিক্ষক তাজমহল(Taj Mahal) দেখে ফিরে এসেই শুরু করেন স্থাপত্য নিয়ে পড়াশোনা। নির্মাণ শিল্পীদের সঙ্গে যোগাযোগ করে তাজমহলের(Taj Mahal) স্থাপত্য নিয়ে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেন। শেষ পর্যন্ত গড়ে ওঠে বাড়িটি।
৯০ বর্গমিটার প্রশস্ত এই বাড়িটির মূল কাঠামো ৬০ বর্গমিটার, উচ্চতা ২৯ ফুট। বাড়ির মধ্যে অনেকগুলো মিনার রয়েছে। দুটি তলা মিলিয়ে বাড়িতে দুটি শোয়ার ঘর রয়েছে এছাড়া রান্নাঘর গ্রন্থাগার ও যোগাসনের ঘর রয়েছে। বাড়িটি বানাতে সময় লেগেছে মোট তিন বছর।